Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

পরিবেশ | অভিজিৎ হালদার

পরিবেশ
অভিজিৎ হালদার 

প্রকৃতি চির সবুজ চির বসন্ত
সহিষ্ণু হৃদয়ের কাছে অপরাধ আমাদের
সহচর কেউ থাকে না ! শুধু প্রকৃতিই থাকে
বাঁচতে শেখায় সাদাসিধে জীবন গড়তে শেখায়।

সবচেয়ে সুন্দর এই প্রকৃতি
তার চেয়েও সুন্দর এই মানব জীবন
অসময়ে ঝরে যাওয়া পাতার মহার্ঘ্য গাঁথা
মনে হয় অজস্র জন্ম ধরে মানুষ কিন্তু মানুষ হতে পারেনি !!
কয়েকটি প্রশ্নের চেয়েও কঠিন একটি প্রশ্ন: প্রকৃতি মানে কি ?

মানুষ দীর্ঘজীবন প্রকৃতিকে বুঝতে শিখেনি
শুধু আত্মহনন করতে শিখেছে প্রকৃতির
সমস্ত বিষাক্ত অক্সিজেন মিথ্যা কথা আর আলোদের রোশনাই
দূরে যেতে চাই কিন্তু পৃথিবীর গন্ধে মরীচিকা অনুভূতি
ফিরে আসে মানুষের বুকে উদ্ভব ও ধ্বংসের বার্তা নিয়ে।

কেউ কোনোদিন প্রকৃতিকে ভালোবাসা দেয়নি
আর যারা ভালোবাসা দিয়েছে তারা কোনোদিন
প্রকৃতি থেকে হারিয়ে যায়নি !
বাঁচার জন্য এই প্রকৃতি 'মা' কে ধারণ করে
নতুন পৃথিবী গড়তে হবে সবাই মিলে
প্রতিটি দিন যেন বিশ্ব পরিবেশ দিবস হয় তার অঙ্গীকার
আমাকের নিতে হবে তবেই সমস্ত কিছু নির্মল সুন্দর ভাবে প্রস্ফুটিত ঘটবে।।

Post a Comment

0 Comments

Close Menu