Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

ধরা বুঝি শিউরে ওঠে | বিবেক পাল

ধরা বুঝি শিউরে ওঠে
বিবেক পাল

নিকানো উঠোনের মতো মায়াময় ভোরের নির্মল 
আকাশে সৌন্দর্য্যৈর ডালি , খুশীতে প্রাণ দোলে  ,
পাখিদের কলতানে জেগে ওঠে ধরণী দ্বিধাহীন সৌন্দর্য্যে  !

দিন বাড়ার সাথে সাথেই সূর্য কিরণে ঝরে আগুন
দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত ফেটে চৌচির ,
পরিশ্রান্ত মানুষ শীতলতা খোঁজে তরুতলে  !

পরিকল্পনাহীন উন্নয়নে ধ্বংস বন বনানী 
জীব বৈচিত্র্যে হানে আঘাত ; স্বার্থান্বেষী মূর্খের দল ,
বায়ু দূষণে আক্রান্ত পৃথিবীর ফুসফুস , বৃক্ক জবরদখল !

প্রকৃতির রুদ্ররোষে শশ্মান-ভূমিতে হবে পরিণতি 
ভালোবাসার এই পৃথ্বী ; পূর্বাভাস দিচ্ছে তাপদাহ 
জলোচ্ছ্বাস , ঘূর্ণিঝড় , অনাবৃষ্টি--------

ভেঙ্গে পড়ে বাস্ততন্ত্রের (Ecosystem) শৃঙ্খল
অগভীর জলতল ; অ্যান্টার্কটিকায় বরফ গলে 
বাতাসে দীর্ঘশ্বাস , দুয়ারে দাঁড়িয়ে বর্ষারাণী ! !

বেদনার অশ্রু রাশি বাষ্প হয়ে উড়ে যায় 
ঐ নীল নীলিমায় মেঘেদের কাশবনে !
" ঘাসে ঘাসে খবর ছোটে ,ধরা বুঝি শিউরে ওঠে--"

Post a Comment

2 Comments

  1. Valo laglo.

    ReplyDelete
  2. পরিবেশ দিবসে কবিতার লাইনগুলো
    এত সুন্দর করে খেলা করে
    মনের গভীরে,
    যায় উড়ে নীলিমার নীলে
    আমন্ত্রণ জানাতে মেঘেরে।
    যদি ঘুমন্ত বিবেক জাগে,
    ভাবে কথাগুলো।

    ReplyDelete
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu