Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

এমন দিনে বাবার স্মৃতি | বাসুদেব সরকার | কবিতা | পিতৃ দিবস

এমন দিনে বাবার স্মৃতি
বাসুদেব সরকার

গত বছর বাবা ছিলেন
আজকের এমন দিন,
বাবার স্মৃতি কাঁদায় আজি
আমরা পিতৃহীন।

চারিদিক আজ ভীষণ ফাঁকা
বাবা কোথা নাই,
বাবা দিবস, সব অনুষ্ঠান
হর্ষহীন আজ তাই।

হারিয়ে আজ ফেলেছি তাই
জীবনের সব ছন্দ,
বিরহ আর বিষাদমাখা
জীবন নিরানন্দ।










Post a Comment

0 Comments

Close Menu