বাবা আমার
শিউলী ব্যানার্জী (মুখার্জী)
আমার বাবা শ্রী সুখময় ব্যানার্জী যিনি ভারতীয় ডাক বিভাগের দীর্ঘ 42 বছরের একজন নিরলস কর্মী ( INDIAN POST এর DEPARTMENTAL STAFF). বাবার দীর্ঘ বিয়াল্লিশ বছরের কর্মজীবনের অবসর গ্রহণ হল তিন বছর। ছেষট্টি বছর বয়সেও বাবা আমার 'EVERGREEN PERSON '. পিতৃদিবসে আজ আমার বাবাকে নিয়ে কিছু লিখতে বসে মনে হোল সন্তানদের জীবনে বাবার ভূমিকা ছোট্ট লেখনীতে প্রকাশ করা কখনই সম্ভব পর নয়।তবুও আজ কিছু লিখতে ইচ্ছে হোল।ছোট্ট বেলা থেকে বাবাকে দেখে আসছি কর্মজীবন হোক বা সংসার জীবন ভীষণ দৃঢ় মনের ,কর্তব্যপরায়ণ, কর্মনিষ্ঠ ও সত্যনিষ্ঠ মানুষ ।ভাবগম্ভীর মানুষটি হলেও সংসারের মানুষগুলির উপর ভালোবাসা ও দায়িত্ববোধের অভাব ছিল না কোনদিনও।বাবার মধ্যে নিয়মানুবর্তিতার আছে ভীষণ রকম।সঠিক সময়ে ঘুম থেকে ওঠা ,সঠিক সময় অফিস যাওয়া, খাওয়া দাওয়া করা,পূজো করা সবকিছু ।বাবাকে আজও দেখি সকাল সকাল ঘুম থেকে ওঠে যোগব্যায়াম করে ,খালি পেটে এক গ্লাস জল খেয়ে এক কাপ লিকার চা খাওয়া পরে মুখ ধুয়ে এক কাপ দুধ চা খেয়ে খবরের কাগজ পড়া এই হোল দিনের শুরু ।এরপর স্নান করে গায়ত্রী মন্ত্র জপ করা শিব পূজো করে নটায় খাবার খেয়ে অফিস যাওয়া । যা এখনো করে যায় ।বাবা ফুটবল ক্রিকেট খেলাতেও ভীষণ ভালো ছিল।খেলাতে ট্রফি ও মেডেলও রয়েছে বাবার।বাবা বই পড়তে ভীষণ ভালোবাসে রবিবার ছুটির দিন দুপুর বেলায় বসে বসে কত রকম কত শত লেখকের বই পড়া বাবার অভ্যাস ।আজও পূজো এলে শারদীয়ার পাঁচ ছটা বই কিনবেই বাবা।গ্রামের নাটক যাত্রাতেও বাবা সুন্দর অভিনয় করত।আবৃত্তি গানেও বাবার ভীষণ নেশা।মান্না কিশোরের গান বাবার খুব পছন্দের।বাবার পোশাক আশাকেও খুব পরিপাটি ।সবসময় সাদা পোশাকেই বাবাকে দেখি।নিজেকে খুব যত্ন ও পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটিতে রাখতে ভালোবাসে।বাবা আমার জীবনের প্রেরণা ও আদর্শ দুই।বাবা সব সময় একটা কথা বলতো মেয়েদের স্বনির্ভর হওয়া সমাজে খুব দরকার।একটা মেয়ের ঘরে ও বাইরে স্বাধীন মত প্রকাশের গুরুত্ব ও স্বাধীনতা দুই থাকা দরকার।তবে স্বাধীনতা মানে উশৃঙ্খলতা নয়।বাবা অন্যায়ের সাথে আজও আপোস করে চলতে পারে না।বাবা বলে যেটা অন্যায় সেটা অন্যায়।বাবার শাসন, অনুশাসন ,ভালোবাসায় আজ আমরা তিন ভাই বোন বড়ো হয়েছি,পড়াশুনা শিখেছি,আজ ভাই বোনেরা সংসারী।আজ আমরা তারই অনুপ্রেরণায় জীবনে প্রতিষ্ঠিত ও।আজ বাবার কর্মজীবনের অবসর গ্রহণের ক্ষনে বাবাকে এইটুকুই বলতে চাই বাবা তোমার আর এক কর্মজীবন আবার আজ থেকে নতুন করে শুরু হোল।এখনো দীর্ঘ সময় আমাদেরকে তোমার বটবৃক্ষের ছায়ায় সময়ে অসময়ে আগলে রাখতে হবে।করুনাময় ঈশ্বর তোমায় সুস্থ, সুন্দর ও অনেক অনেক ভালো রাখুন এই কামনা করি।
0 Comments