Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

বর্তমান ও অতীত এর কথা - নব্বই দশকের স্মৃতি | মৌমিতা বেরা পাত্র | কবিতা

বর্তমান ও অতীত এর কথা - নব্বই দশকের স্মৃতি
মৌমিতা বেরা পাত্র

প্রাণবন্ত খেলার সোনালী যুগে,
আমরা হলাম, সেকালের অর্থাৎ নব্বই দশকের মানুষেরা,
প্রজ্জ্বলিত হৃদয় এবং আনন্দ পূর্ণ প্রাণে,
আমাদের আবেগমাখা স্মৃতি চিরকাল থাকুক সবার মনে ।।

তখন আমাদের হাতে ছিল না স্মার্টফোন বা ট্যাব ,
ছিল না সামাজিক মাধ্যম বা নতুন গেমস।
ছুটির দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়াতাম সাইকেল নিয়ে,ও কখনো পা এ হেঁটে ,
আর খেতাম কিনে চকলেট আর জেমস।।

বিকেল হলেই বন্ধুদের বাড়ির দরজায় কড়া নাড়তাম,
আকাশে চাঁদ না ওঠা পর্যন্ত মাঠে ক্রিকেট খেলা,লুকোচুরি, ধরাধরি খেলতাম -সেই আনন্দ ছিল সেরা।
এখন বাড়িতেই খেলা যায় ইন্টারনেট এর সৌজন্যে,
তাই রাস্তা ও খেলার মাঠ গুলো আজ অনেক খালি, যেন বিষন্নতায় ভরা ।।

নব্বই এর দশকে আমরা মুখোমুখি দীর্ঘ আলাপচারিতার উপর নির্ভর করতাম,
ছিল আন্তরিক হাসি এবং একটি উষ্ণ আলিঙ্গন।
কিন্তু এখন একটি সামাজিক পর্দা,আমাদের আত্মাকে আলাদা করে সত্যিকারের আবেগকে লুকিয়ে ফেলছে, আর জানাচ্ছে 
অপার্থিব ও অস্তিত্বহীন সংযোগ এর আমন্ত্রণ।

অতীতে আমরা ক্যাসেট টেপ এবং সিডি দেখে আশ্চর্য হতাম,
দোকানে ঘণ্টার পর ঘণ্টা রেডিও চলতো,সংগীত ও সুরে থাকতো ভরা ।
এখন হয়েছে  স্ট্রিমিং পরিষেবা ও বৈদ্যুতিন ডিভাইস এর ব্যবহার,
ও গানগুলি রয়েছে ছোট ছোট যন্ত্রে সংরক্ষণ করা।

তখন ছোটবেলায় কার্টুন দেখা ছিল ছুটির দিন এর সঙ্গী ,
ছিল না ইন্টারনেট যুক্ত মোবাইল, আনন্দে ভরা চোখ থাকতো শুধুই দুরদর্শনের পর্দায় ,
ক্যাপ্টেন প্ল্যানেট এবং পাওয়ার রেঞ্জার্স পুরোদমে,
এবং ছিল পোকেমন অ্যাডভেঞ্চার, ডোরেমন আর টম আর জেরি কে দেখে করতাম নানান অঙ্গভঙ্গি ।। 

তখন ছিল না এসি-র রমরমা,
ছিল না ইনভার্টার,
লোডশেডিং এর সময়ে চলতো হাতপাখার ব্যবহার আর থাকতো সবার মুখে অজানা গল্পের ভান্ডার।
ছুটির দিনে থাকতো না বড়ো বড়ো রেস্টুরেন্ট এ যাওয়া,
ছিল শুধুই মা এর হাতের স্নেহভরা রান্না ও জমিয়ে সবাইমিলে খাওয়া ।।

সময় বয়ে চলেছে অবিরাম,পরিবর্তন হয়েছে যুগ এর,
যদিও বর্তমান যুগ অগ্রগতির, তবুও নব্বই দশক  ছিল আনন্দের।
তাই আমরা সবাই যেন অতীত ও বর্তমান সময়ের ভারসাম্য বজায় রাখতে পারি ,
অতীত এর স্মৃতি, মুহূর্ত ও আবেগগুলি কে স্থায়ী করে,
ও উভয় জগতের শিক্ষা কে একত্রিত করে, একটি সুন্দর উজ্জ্বল ভবিষ্যত তৈরী করার চেষ্টা করতে পারি ।।







Post a Comment

0 Comments

Close Menu