বিজয় দিবসের ডাক
সুমিতা চৌধুরী
সেদিনের প্রথম সূর্যকিরণ জানিয়েছিল সাদরে অভিবাদন,
টাইগার হিলে উড়েছিল যেদিন ভারতের বিজয় কেতন।
ষাট দিনের এক দুঃসাহসিক রক্তক্ষয়ি যুদ্ধের হয়েছিল সমাপ্তি,
প্রতিকূল পরিবেশে, সকল প্রতিবন্ধকতা পেরিয়ে, সে ছিল এক বিশাল জয়ের ব্যাপ্তি।
পাঁচশো সাতাশ জন বীর শহীদ আর চোদ্দোশো আহত সৈনিক,
কার্গিল যুদ্ধের বিজয় গাথা লিখেছিল, উনিশশো নিরানব্বইয়ের ছাব্বিশে জুলাইয়ের দৈনিক।
হিমশীতল রাত দেখেছিল তাঁদের, সুনিপুণ রণকৌশলের অসীম সাহসিকতা,
দেশের জন্য অতন্দ্র প্রহরায়, শত্রু উৎখাতে, তাঁদের ইস্পাতসম দৃঢ় মানসিকতা।
দেখো কার্গিল বিজয় দিবস দিচ্ছে আবার সগৌরবে ডাক,
বলছে হেঁকে, "প্রতি ভারতবাসীর বুকে, স্বাধীনতা মান পাক।"
বলছে আরো, "ভুলো না যেন, বীর শহীদদের বলিদান,
সোচ্চারে গাও, ঐকতানের সুরে, বিজয় দিবসের জয়গান।"
তুমি আমি যখন তন্দ্রাবিভোরে আজও দেখি সুখ-স্বপন,
তখন প্রতিটি সীমান্তে, অতন্দ্র প্রহরায় শত-সহস্র বীর জওয়ান করে চলে কৃচ্ছ্রসাধন।
প্রতিনিয়ত, প্রতি পলে নেওয়া, তাঁদের বেপরোয়া প্রাণের ঝুঁকি,
এনে দেয় আমাদের জীবনের স্বাচ্ছন্দ্য, না রেখে কোনো ত্রুটি।
এসো আজ এই বিজয় দিবসে আমরাও নিই শপথ,
স্বদেশের স্বাধীনতার মান রক্ষায়, করি না চয়ন যেন বিপথ।
একতার সুরে এসো আজীবন সবাই, আরো বেঁধে বেঁধে থাকি,
তবেই স্বাধীনতার এই সোনালি সূর্য, দেবে না কখনো ফাঁকি।।
0 Comments