শুভ রাখি বন্ধন
চাতক পাখি
আয়রে পলি আয়রে মিলি
আয় ছুটে আয় সবে।
হাতের প'রে রক্ষা বন্ধন
আর বাঁধবি তোরা কবে।
সকালে কখন সূর্যি উঠে
ডেবডেবিয়ে চেয়ে থাকে।
বলনা সখি কত দেরি
বেলা যায় যে কেটে ।
আয়রে তোরা আয়রে তবে
বরণডালা সাজিয়ে নিয়ে।
বরণ করে বাঁধব বন্ধন
হাতে হাতে বেঁধে দিয়ে।
ভালবাসার বন্ধন সেতো
অটুট যেন থাকে সদা।
সবার মুখে হাসি ফুটুক,
ঘুচিয়ে যাক সকল বাধা।
খেলব আমরা মিলন খেলা
দেখবে সবাই দুচোখ মেলে ।
খুশি খুশি ভরবে বাড়ি
ফুটবে হাসি মর্ত তলে।
যার নেইকো ভাই বোন
আমরা হব তাদেরই একজন।
আমরা সবাই তাদের হাতে
পরিয়ে দেব রক্ষা বন্ধন।
ওমনি তাদের মুখে মুখে
ফুটবে হাসি দুঃখ ঘুচে।
নিব তাদের আপন করে
ফুটবে খুশি সবার মাঝে।
0 Comments