Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

সবুজ রাখি বন্ধন | দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ | কবিতা

সবুজ রাখি বন্ধন
দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ

শ্রাবণ মাসের ঝুলন পূর্ণিমায় আসে শুভ দিন ,
ভাই বোনের মনে খুবই খুশির দিন৷
ভাইএর প্রতি বোনের আমোঘ টানে,
রাখীর দিনে ভাই চলে আসে সেখানে৷
যেখানে তে বোনের অসীম ভালোবাসা,
বাঁধা হতে পারেনা কোনো অবস্থা৷
বছরের এই একটি শুভদিনে ,
শত যোজন দূরে থেকেও ভাই চলে আসে সেইখানে৷
শত শত বিঘ্ন বিপদ দুর হয়ে যায় পবিত্র রাখী বন্ধনে ৷
মৈত্রী সৌভাতৃত্বের শুভ প্রতীক,
দেশের দশের মঙ্গল কামনায় জলে প্রদীপ ৷
রবীন্দ্রনাথ পরিয়ে ছিলেন ভালবাসার বন্ধন,
সগৌরবে পালিত হয় এখন সবুজ রাখী বন্ধন ৷






Post a Comment

0 Comments

Close Menu