বাংলা আমার
শিউলী ব্যানার্জী (মুখার্জী)
বাংলা আমার প্রভাত আলো
বাংলা পাখির গান
বাংলা আমার মুখের ভাষায়
আমার মায়ের ডাক।
বাংলা আমার সবুজ ঘাসে
ছন্দ, ছড়া, উপন্যাসে
বাংলা আমার মাঠে ঘাটে
খোকা খুকির সহজ পাঠে
বাংলা আমার বুকের মাঝে
জাগে রবীন্দ্রনাথ।
বাংলা আমার বর্ণমালায়
প্রথম হাতে খড়ি
বর্ণে জাগে অ আ ক খ
ছন্দে ছড়া পড়ি।
বাংলা আমার পাগল বাউল
লোকগীতির সুর
বাংলা জাগে রবীন্দ্রনাথ
চেতনাতে নজরুল।
বাংলা আমার চাঁদের হাসি
ঝরে মাটির ঘরে
ছোট্ট শিশুর ঘুম এসে যায়
ঘুমপাড়ানি গানে।
বাংলা আমার ধানের খেতে
নতুন ফুল ও ফলে
বাংলা জাগে বসন্ত তে শাল পিয়ালের বনে।।
বাংলা আমার রূপবতী মা
আমার মায়ের হাসি
এই বাংলার মাটিতেই যেন
বারে বারে ফিরে আসি।।
0 Comments