Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

গুড ফ্রাইডে | কুণাল রায়

গুড ফ্রাইডে
কুণাল রায়

সময়ের সাথে
মুছে গেছে অনেক কিছু
বিলীন হয়ে গেছে বহুকিছু! 
কিন্তু আজও রয়েছে
সেই দিবস,
সেই কলঙ্কিত মূহুর্ত,
রয়েছে আপন সিংহাসন
রক্ষা করবার
এক কুৎসিত অভিপ্রায়! 

নিপীড়িত,
রক্তাক্ত কায়া,
শিরে কাঁটার মুকুট!
ক্রুশবিদ্ধ - 
পাহাড়ের শিখরে! 
অস্তমিত রবির
সাথে - 
অস্থাচলে
তুমিও ! 

ঠোঁটে তবু হাসি লেগে,
নয়ন দুটি অশ্রুসিক্ত,
প্রার্থনা ঈশ্বরের কাছে,
ক্ষমা -
ক্ষমা কর! 
অবোধ শিশু ওরা
অজ্ঞাত -
জানেনা কর্মের পরিণাম,
নিয়তির পরিহাস!

ঈশ্বরের পুত্র
ফিরে এলে আবার
সূক্ষ্ম কায়ায়ে,
অভয় দান করলে
এই মানব জাতিকে!

আজ আবারও সেই ফ্রাইডে,
নামের আগে যার গুড লেখা
এ যেন আনন্দের ধারা,
উল্লাসের মুহূর্ত! 
এক মিথ্যা,
এক প্রহসন,
নীরব পৃথিবী আজ,
নীরব প্রকৃতি,
নীরব পরমেশ্বর!!





Post a Comment

0 Comments

Close Menu