এক অন্য নববর্ষ
কুণাল রায়
সূর্য স্নাত এই ধরণীতে,
এক নব প্রভাতের সূচনা,
বিশ্ববাসী উচ্ছসিত,
মন্দিরে মন্দিরে দেবী অর্চিতা!
তবুও নেই তাদের নতুন বছর,
নেই কোনো আবেগ বা অভিমান,
সেই জীর্ণ বস্ত্র,
এক মুঠো অন্নের জন্য হাহাকার!
রাস্তার একধারে অসহায় অবস্থায়,
ফুটছে অন্তর
ঠোঁটের পাশে নেই হাসি,
দারিদ্রতা করেছে গ্রাস
নেই কোন অবকাশ!
স্বার্থের এই পৃথিবী,
তাকায় না কেউ ওদের দিকে,
নির্বিঘ্নে পালিত নতুন বছর,
এ যেন -
এক অন্য নববর্ষ
নেই একতা,
শুধুই ভিন্নতা!!
0 Comments