তোরা বাঙালি
আবুল হাসেম
রক্ত তোদের বড্ড শীতল
জমাটবাঁধা চামড়া পুরু।।
তোরাই নাকি দেশের দামাল
ফন্দি ফিকির নাটের গুরু।।
আর কতকাল গোলামগীরি
পা চেটে ওই চলবে জীবন??
তোদের দেখে পাচ্ছে হাসি
বিনা শত্রুয় বিষাদ রণ।।
অলসতায় তোর শরীর ব্যথা
অস্থি মজ্জায় ঘুন ধরেছে।।
নতুন ভাবনা আসবে না তোর
বিদ্যা বুদ্ধি সব হরেছে।।
দিনের আলোয় সাধু সেজে
অন্ধকারে চোরের লোপাট।।
তোরাই নাকি দেশের চাকা
নরবলির মলিন কাঠ।।
ধন্য তোদের তেলা মাথা
রুক্ষ মাথায় কঠিন জটে।
মনের দেবতা কলুষিত তোর
দেবতা খুঁজিস মন্দির মঠে??
পুরোহিত দেখি বড্ড চতুর
দাড়ির ফাঁকে মোল্লার হাসি।।
চৈতন্য নিমাই ধর্মেই মত্ত
কৃষ্ণ কানাই বাজায় বাঁশি।।
কোরআন পুরাণ এক হয়েছে
মন্ত্র দুয়ায় আজান সুর।।
আমানুষ তুই দ্বন্দ্ব লাগাস
ধর্ম নিয়ে ঐক্য চূর??
রবির আভায় কাটবে আঁধার
আসবেই মনে বিদ্রোহী ভাব।।
সেদিন জগৎ বুঝবে আবার
ঘুছবে সকল ওই অভিশাপ।।।
0 Comments