Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

আমার বাবা | আবুল হাসেম | কবিতা

আমার বাবা
আবুল হাসেম

তোমার বাবার বিশাল বাড়ি সিংহাসনের রাজা। আমার বাবা দিনমজুর যে ছোট্ট একটা প্রজা।। তোমার বাবার হাজার খাবার চিকেন, মটন, পাস্তা।। আমার বাবা ভীষণ গরীব জীবন অতি সস্তা।। তোমার বাবার অর্থ বিশাল মস্ত হাজার বাড়ি।। আমার বাবা খুব সাধারণ মুখ ভর্তি দাড়ি। তোমার বাবার ব্যস্ত অফিস কত শত গাড়ি।। আমার বাবা কারখানার শ্রমিক খড়ের ছাওয়া বাড়ি।। তোমার বাবা ফিটফাট সদা সুট , জামা আর ব্যুটে।। আমার বাবা হত দরিদ্র দুঃখই শুধু জুটে।। তোমার বাবার নতুন সূর্য প্রত্যহ দিন উঠে।। আমার বাবা বাঁশি শুনেই কারখানাতে ছুটে।। তোমার বাবার স্বপ্ন অনেক ক্ষণে ক্ষণেই পূর্ন।। আমার বাবা বাস্তবতায় হয় যে শুধু চূর্ন।। তোমার বাবার অচিরেই সুখ ওই যে রণ তূর্য।। আমার বাবার হয়তো একদিন উঠবেই নতুন সূর্য।।



Post a Comment

0 Comments

Close Menu