Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

স্মরণ | কুণাল রায়

    
শতবর্ষ পূর্বে এক মর্মান্তিক ঘটনা,
যা আজও এক শিহরণ জাগায় এই কায়ায়,
যা আজও মনে করিয়ে দেয় সেই চরম মুহূর্ত,
ইতিহাসের প্রাঙ্গণে যা আজও প্রাসঙ্গিক!
জ্বলন্ত অগ্নিশিখার ন্যায় যে স্মৃতি আজও বিদ্যমান 
এই দেশবাসীর মননে,
সেই ঊনিশও উনিশের তেরোই এপ্রিল,
জালিয়ানবলাএ ঘটে যাওয়া এক নির্মম হত্যালীলা!

উদ্দ্যেশ্যপ্রণোদিত ভাবে নির্বিচারে গুলি চালানো
কেড়ে নিয়েছিল সহস্র প্রাণ!
ডায়ের সাহেবের সুগভীর ষড়যন্ত্রের কথা,
জানতে পারেনি এই দেশগণ সেদিন,
অনুধাবন করতে পারেনি সাম্রাজ্যবাদীদের -
নিষ্ঠুর অভিপ্রায়!
 
দিকে দিকে উঠল প্রতিবাদের ঝড়,
মহারথীদের একত্রে মিলনে,
সাম্রাজ্যবাদী শক্তি সেদিন নিশ্চুপ!
তবুও অপরাধীরা গর্জে উঠেছিল সেদিন,
অহংকারে অস্বীকার করেছিল মানবিকতাকে,
তর্কের সুতীক্ষ্ণ তীর খণ্ডিত করেছিল দেশমাতৃকার
সকল প্রয়াস!
কালের অমোঘ নিয়মে শাস্তি হয়ত পেয়েছিল তাঁরা,
চূর্ণ হয়েছিল নিষ্ঠুর শাসকদের গগনস্পর্শী দর্প,
তবু আজও সেই ক্ষত প্রতিক্ষণে স্মরণ করিয়ে দেয়,
তাঁদের আত্মবলিদানের এক বিরল কাহিনী,
তাঁদের অকালে ঝরে যাওয়ার এক জ্বলন্ত ইতিহাস,
তাঁদের অশ্রুসিক্ত নয়নের আড়ালে এক মুক্তির আনন্দ!!

Post a Comment

0 Comments

Close Menu