উড়বে কতো স্বাধীন ধ্বজা
অমানুষদের নোংরা হাতে।।
হাজার শত মিথ্যা শ্লোগান
মঞ্চ কাঁপিয়ে বজ্জাতে।।
দেশ মাতাকে নিলাম করে
বে-জুবানে মিথ্যা শ্রুতি।।
এরাই তো আসল বিট্রিশ
কূটনীতি আর মিথ্যা নীতি।।
করছে বিনাশ হাজার প্রাণ
মায়ের রক্তে খেলছে হোলি।।
দেশের চাকা কামনা যাঁতায়
সরল প্রাণের হচ্ছে বলি।।
শুদ্ধ ধ্বজায় হায়নার আঁচড়
রক্ত লেগে অপবিত্রতা।।
রাতের আঁধার সাক্ষী সদা
চোর পুলিশের সমঝোতা।।
উঠবে কতো কন্ঠবাণী
ঢাকবে সবই সত্য নিনাদ।।
অমানুষরা ফুলিয়ে ছাতি
হাত রাঙিয়ে রক্তের স্বাদ ।।
তোদের মঞ্চ কাঁপা উচ্চ ভাষণ
সঙ্গী তোদের হায়না,শিয়াল।
যুগের তরে হবেই বিনাশ
আশার সূর্য উদিবে কাল।।
0 Comments