দুর্গাপূজার সমাপ্তি। কিন্তু বাঙালির উৎসবের নয়। তাই ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা। শাস্ত্রমতে মা চঞ্চলা। তবু তাঁর আশীষ অপরিহার্য। অর্থ ও ধনসম্পদে সমৃদ্ধ হতে আমরা সকলেই চাই। কিন্তু মায়ের আশীর্বাদ সেই রূপে সকলের ওপর বর্ষিত হয় না। তাই হাজার টানাটানির মাঝেও মাকে আমরা কেউ ভুলি না। শঙ্খ বাজিয়ে তাঁকে ঘরে আনি। সুগন্ধ ধুপ জ্বেলে আসন পাতি। কিন্তু মায়ের উৎপত্তির কাহিনী একটু অন্য স্বাদের!
দেবী অন্নপূর্ণা। আজ হাজার হাজার মানুষ ক্ষুধার জ্বালায় দিন অতিবাহিত করছে। এক মুঠো অন্ন তাদের বেঁচে থাকতে এক নতুন পথের সন্ধান দিতে পারে। যদিও ঐশ্বর্য, বৈভব ক্ষণস্থায়ী, তবু জীবন যাত্রার মান রক্ষা করতে হলে, মা লক্ষ্মীর আশীষ অশেষ প্রয়োজন। ভুলে গেলে চলবে না যে অর্থ জীবনের সৌরমণ্ডলের কেন্দ্রে অবস্থিত। আমাদের জীবনের সূর্য, যার স্নিগ্ধ ছটায় এই বিশ্ববাসী আজ উদ্ভাসিত হয়ে উঠুক, এই টুকুই প্রার্থনা!!
কুণাল রায়
সহ অধ্যাপক, ইংরাজী বিভাগ
জর্জ কলেজ, কলকাতা।
0 Comments